আগামী বছর থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কিভাবে দেখা যাবে, তা ঠিক হয়ে গেল। টেলিভিশন স্বত্ব পেয়েছে ডিজনি স্টার। অর্থাৎ আগের মতো আগামী পাঁচ বছরেও স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে আইপিএল। যদিও কোন চ্যানেল আইপিএল দেখানো স্বত্ব পেয়েছে, তা সরকারীভাবে জানায়নি বোর্ড। ২০২৩-২০২৭ সাল পর্যন্ত বিক্রি হওয়া আইপিএলের ডিজিটাল স্বত্ব পেয়েছে ভায়াকম ১৮।
বোর্ডের একটি সূত্রকে বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ২৩,৫৭৫ কোটি টাকায় টেলিভিশন স্বত্ব কিনেছে ডিজনি স্টার। ২০,৫০০ কোটি টাকায় আইপিএলের ডিজিটাল স্বত্ব কিনেছে ভায়াকম। আইপিএলের মোট সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছে ৪৪,০৭৪ কোটি টাকায়। টেলিভিশনে ম্যাচপ্রতি মূল্য দাঁড়াচ্ছে ৫৭.৫ কোটি টাকায়। ডিজিটাল মাধ্যমে ম্যাচপ্রতি মূল্য ৪৮ কোটি টাকা। সবমিলিয়ে আইপিএলের ম্যাচপ্রতি মূল্য হতে যাচ্ছে ১০৫ কোটি টাকা।
খেলাধুলার যেকোনো আসরে যা দ্বিতীয় সর্বোচ্চ মূল্য। শীর্ষে রয়েছে আমেরিকার রাগবি লিগ এনএফএল। তাদের ক্ষেত্রে এই সংখ্যাটা ২৭৪ কোটি টাকা। আইপিএল টেক্কা দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগকে (ইপিএল)। ইপিএলের ম্যাচপ্রতি মূল্য ৮৯ কোটি টাকা। মেজর লিগ বেসবল (এমবিএল) এর ক্ষেত্রেও এই সংখ্যাটা ৮৯ কোটি টাকা। এনবিএ অর্থাৎ আমেরিকার বাস্কেটবল লিগে ম্যাচপ্রতি দাম ১৬ কোটি টাকা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ইতোমধ্যে দুটি প্যাকেজ (শুধু ভারতীয় উপমহাদেশের স্বত্ব) বিক্রি করেই ৫.৫ বিলিয়ন ডলার চলে এসেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল, ডিজিটাল স্বত্ব ম্যাচপ্রতি প্রায় ৫০ কোটি টাকায় বিক্রি হয়েছে। এটা অভাবনীয়। বেস প্রাইজের চেয়ে ৫১ শতাংশ বেশি দর উঠেছে। এটা বিশাল।’
এখন পর্যন্ত মোট তিনবার বিক্রি হয়েছে আইপিএলের সম্প্রচার স্বত্ব। ২০০৮-২০১৭ সাল পর্যন্ত ৮,২০০ কোটি টাকায় সম্প্রচার স্বত্ব কিনেছিল সনি। এরপর ২০১৮-২০২২ মৌসুমের জন্য ১৬,৩৪৮ কোটি টাকায় আইপিএল দেখানোর সুযোগ পায় ডিজনি স্টার। এবারও রেকর্ড মূল্য (৪৩,০৫০ কোটি টাকা) আইপিএলের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৩-২০২৭ সাল পর্যন্ত সম্প্রচার করবে তারা।