আবু ধাবির টি – টেন লিগের আগামী আসরে দেখা যেতে পারে ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। আইপিএলকে বিদায় দিয়ে যোগ দিতে পারেন আবুধাবির এই প্রতিযোগিতায়। এমন খবরে সরগরম এখন ক্রিকেট পাড়া। তবে এই গুঞ্জন সত্যি হলে নিঃসন্দেহে টি টেন লিগ পাবে বাড়তি মাত্রা।
আবুধাবির টি – টেন প্রতিযোগিতার চেয়ারম্যান শাজি মূলক ধোনির ব্যাপারে কথা বলেন। ধোনির টি – টেন লিগে খেলার বিষয়ে তিনিই জানান গণমাধ্যমকে। শাজি মূলক বলেন, তারা ধোনিকে খেলার প্রস্তাব দেওয়ার কথা ভাবছে। তার মতে এই ধরনের ক্রিকেটে ধোনির প্রচুর প্রভাব রয়েছে। আর এই প্রতিযোগিতায় ধোনি তাদেরকে বেশকিছু পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি। শাজি মূলক নিশ্চিত করেন তারা ধোনিকে প্রস্তাব অবশ্যই দেবেন।
মূলত প্রতিযোগিতার আকর্ষণ বাড়াতেই ধোনিকে টি – টেন লিগে খেলানোর কথা ভাবছেন তারা। তার আগে অবশ্য আগামী মৌসুমের জন্য রবিন উথাপ্পাকে খেলানোর কথা নিশ্চিত করেছেন তারা। মূলক আরও জানান, ভারতের আরও বেশ কয়েকজন ক্রিকেটার এই লিগে খেলার আগ্রহ দেখিয়েছেন।
আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে নেতৃত্বে আছেন ধোনি। আইপিএলের আগামী আসরেও দেখা যাবে তাকে। তবে জানা যায়, আগামী মৌসুমের পর আর আইপিএলে খেলবেন না ধোনি। এর পরিবর্তে তাকে দেখা যেতে পারে আবুধাবির এই টি – টেন লিগে। যদিও এখনো অনুষ্ঠানিকভাবে ধোনিকে প্রস্তাব দেওয়া হয়নি। তাই এখনো তার টি – টেন লিগে খেলা নিয়ে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।
উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটারদের ওপর বিধিনিষেধ আছে তারা বিদেশি কোন প্রতিযোগিতায় খেলতে পারবেন না। ভারতীয় বোর্ড থেকে তাদের অনুমতি দেওয়া হয় না। তবে এ দিক থেকে বিধিনিষেধ নেই ধোনির। অবসর নেওয়ায় এখন তিনি বিদেশি যেকোনো প্রতিযোগিতার অংশগ্রহন করতে পারবেন। তাই আবুধাবির প্রস্তাব পেলে সেখানে খেলাটা সম্পূর্ণ তার ইচ্ছার ওপর নির্ভর করছে।
ব্যাপারটি নিয়ে অবশ্য এখনো মুখ খোলেননি ধোনি। স্ত্রী, কন্যার সাথে কিছুদিন আগেও তাকে দুবাইতে অবসর কাটাতে দেখা গেছে। অবসর কাটিয়ে ধোনি আগামী আসরের আইপিএল এর জন্য দ্রুত প্রস্তুতি শুরু করবেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। সম্প্রতি ধোনিকে ভারতীয় ক্রিকেট দলে গুরুত্বপূর্ণ পদে বসানো হতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।