BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএলকে স্বাগত জানাতে নতুন রূপে সেজেছে ইডেন

Eden Gardens Stadium in Kolkata

আইপিএলকে স্বাগত জানাতে নতুন রূপে সেজেছে ইডেন

 

ভারতীয় ক্রিকেটের ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামের সঙ্গে। আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতো মেগা আসরে ইডেনের অংশগ্রহণ থাকবে না, তা হতেই পারে না। ক্রিকেট বিশ্বে ইডেনের টান এমনই। এ মাঠের গর্জন খেলোয়াড়দের যেমন বাড়তি উৎসাহ দেয়, তেমনি ক্রিকেটপ্রেমীদের কাছেও আলাদা অনুভূতির জায়গা ইডেন।

আইপিএলের এবারের আসরের দুটি প্লে অফ ম্যাচের আয়োজন শতভাগ সুন্দর করতে সবরকম চেষ্টা করছে সিএবি। উইকেট কিংবা আউটফিল্ডের যত্ন, পরিচর্যায় যেমন কোনো কমতি রাখছেন না, তেমনি ইডেনকে বর্ণিল রূপে সাজাতেও ভুল করেননি সিএবি কর্তারা। আইপিএলকে স্বাগত জানাতে নতুন রূপে সেজেছে কলকাতার এই ক্রিকেট স্বর্গ।

আইপিএলের আবহের সঙ্গে মানানসই করেই সাজিয়ে তোলা হয়েছে ইডেনকে। সিএবি কর্তাদের পরিকল্পনা অনুযায়ী বাহারি রং আর আলোকসজ্জায় ভরে উঠেছে গোটা ইডেন। স্টেডিয়ামের ভেতরে হোক কিংবা বাইরে, সর্বত্রই সমান গুরুত্ব দেওয়া হয়েছে। আর তাতে ক্রিকেটপ্রেমীদের নজর কাড়ছে বেশ।

সিএবি কর্তারা আশা করছেন, তাদের এই আয়োজন সকলকে মুগ্ধ করবে। তবে স্টেডিয়ামের সাজসজ্জার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হবে উইকেট। উইকেটের চরিত্র যে ক্রিকেটের সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করে, তাও অজানা নয় তাদের। তাই বৃষ্টির হাত থেকে উইকেট এবং মাঠ বাঁচাতে দিনরাত সতর্ক অবস্থানে আছে কর্তৃপক্ষ।

এদিকে আইপিএল শেষ হওয়ার পর ইডেনের সংস্কার কাজ শুরু করার কথা রয়েছে সিএবি’র। আধুনিকায়ন করা হবে ফ্ল্যাড লাইট। কলকাতা ভিত্তিক দৈনিক আনন্দবাজার আগেই জানিয়েছিল, নতুন ধরণের এলইডি বাতি ব্যবহার করা হবে ইডেনে। যত দ্রুত সম্ভব সেই কাজ শুরু করতে চাইছেন সিএবি কর্তারা।

Exit mobile version