বয়স যেন তার কাছে একটি সংখ্যা মাত্র। মাঠে নামছেন আর নিত্য নতুন রেকর্ড করে মাঠ ছাড়ছেন এটাই যেন বর্তমানের তিনি। একের পর এক ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। এবার নতুন পালক যোগ হলো তার মুকুটে।
ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণ টেস্টে একমাত্র পেসার হিসেবে সর্বোচ্চ ৬৫৯ উইকেট শিকার করার কৃতিত্ব রয়েছে এই ইংলিশ পেসারের। মাঠের ২২ গজে এখনো নিয়মিত ঝড় তোলে তার সুইং। এবার ভিন্ন এক বিশ্বরেকর্ড গড়লেন বয়সকে বুড়ো আঙুল দেখানো ৪০ বছর বয়সী অ্যান্ডারসন।
ইংল্যান্ডের ওল্ড ট্র্যাফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হওয়া টেস্টে খেলতে নেমেই, দেশের মাঠে শততম টেস্ট খেলার মাইলফলক ছুঁয়েছেন তিনি।এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি। অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছে।
এর আগে ঘরের মাঠে সর্বোচ্চ ৯৪ টেস্ট খেলেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। এছাড়া ঘরের মাঠে ৯২ টেস্ট খেলার কৃতিত্ব রয়েছে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের। তবে একমাত্র ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে একশো টেস্ট খেলেছেন অ্যান্ডারসন। এটিই এখন বিশ্বরেকর্ড।
এদিকে টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে বেশি সংখ্যক, ২০০টি ম্যাচ খেলার রেকর্ডটি শচীনের দখলে। এই তালিকার দ্বিতীয় স্থানে আছে ১৭৪ টেস্ট খেলা অ্যান্ডারসনের নাম। এছাড়া সমান ১৬৮টি করে টেস্ট খেলেছেন দুই অজি কিংবদন্তি পন্টিং এবং স্টিভ ওয়াহ।
কিছুদিন আগে তিনি জানিয়েছেন এখনই অবসর নিয়ে ভাবনা নেই। খেলাটাকে উপভোগ করছেন তিনি। ইংলিশ এই পেসারকে থামায় সাধ্য কার? সামনে আর কোন কোন রেকর্ডে নিজের নাম লিখবেন সেটাই এখন দেখার বিষয়।