BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২০ ডিসেম্বর: বিবিএল ২০২২/২৩ (ম্যাচ ৯) – অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম সিডনি থান্ডার

অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম সিডনি থান্ডার

অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম সিডনি থান্ডার (ম্যাচ ৯) – হাইলাইটস

বিবিএল ২০২২ এর ৯ম ম্যাচে অ্যাডিলেড ওভালে ম্যাথু শর্টের ঝড়ো ইনিংসের সৌজন্যে সিডনি থান্ডার এর বিপক্ষে ৮ বল হাতে রেখে ৬ উইকেটের এক দুর্দান্ত জয় তুলে নিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। ৩ চার ও ৫ ছক্কায়, ৪৪ বলে ৬৫ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ম্যাথু শর্ট।

টসে জিতে সিডনি থান্ডার এর অধিনায়ক ক্রিস গ্রিন প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সকে বোলিং করতে পাঠান। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫০ রানের লড়াকু স্কোর সংগ্রহ করে সিডনি থান্ডার।

ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে ১ এর ৪ ওভারে ৩৯ রান তুলে দলকে উড়ন্ত সূচনা এনে দেন সিডনি থান্ডারের ওপেনার অ্যালেক্স হেলস। কেননা এই ৩৯ রানের মধ্যে মাত্র ৩ রান করেন তাঁকে সঙ্গ দেয়া আর এক ওপেনার ম্যাথু গিলকেস। গিলকেস সাজঘরে ফিরে গেলে উইকেটে আসেন টি২০ বিশেষজ্ঞ ব্যাটার রাইলি রুশো। কিন্তু তিনিও আজ খুব একটা সুবিধা করতে পারেনি। ১৩ বলে ১৪ রান করে আউট হয়ে যায় রুশো।

দলীয় ৬৪ রানে রুশো’র বিদায়ের পর দলকে বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অলিভার ডেভিস এবং হেলস। এই দুজন মিলে তৃতীয় উইকেটে ৬৩ রানের জুটি গড়ে তোলেন। তবে হেলসকে প্যাভিলিয়নে পাঠিয়ে তাদের এই জুটি ভাঙেন কিউই অল-রাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। ৬ চার ও ৩ ছক্কায়, ৫০ বলে ৬৮ রান করেন হেলস।

তাঁর বিদায়ের এক ওভার পর ৩০ বলে ৪২ রান করে আউট হয়েন যান অলিভার ডেভিস। এরপর অ্যাডিলেড স্ট্রাইকার্সের বোলাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আর কোন ব্যাটার উইকেটে এসে ঠিক মত সেট হতে পারেনি। ফলে রানের গতিও মন্থর হয়ে পড়ে। শেষ পর্যন্ত অ্যালেক্স রস ৮ এবং নাথান ম্যাকঅ্যান্ড্রু ৩ রানে অপরাজিত থাকেন।

অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে হেনরি থর্নটন এবং কলিন ডি গ্র্যান্ডহোম সর্বোচ্চ ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া রশিদ খান ১টি উইকেট তুলে নেন। তবে কোন উইকেট না পেলেও ম্যাথু শর্ট ৩ ওভার বোলিং করে মাত্র ১৩ রান খরচ করেন।

১৫১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে অ্যাডিলেড স্ট্রাইকার্সের শুরুটা ভালো হয়নি। ইনিংসের ৩য় ওভারেই ওপেনার জ্যাক ওয়েদারল্ডকে (৭) হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় তারা। যার প্রভাবে পাওয়ার প্লে ১ এর ৪ ওভারে এক উইকেট হারিয়ে মাত্র ২০ রান তুলতে সমর্থ হয় অ্যাডিলেড স্ট্রাইকার্স। কিন্তু এরপরই দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে যায়। যেখানে মূল ভুমিকা রাখেন ওপেনার ম্যাথু শর্ট এবং তাঁকে সঙ্গ দেন ক্রিস লিন।

দ্বিতীয় উইকেটে এই দুজন মিলে ৫৫ বলে ৮৩ রানের জুটি গড়েন। ২৬ বলে ২৮ রান করে লিন সাজঘরে ফিরে গেলেও ম্যাথু শর্ট ঝড়ো ব্যাটিং চালিয়ে যেতে থাকেন। অপরপ্রান্তে অ্যাডাম হোস তাঁকে যোগ্য সঙ্গ দিতে থাকেন। ম্যাথু শর্ট দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ বলে ৬৫ রান করেন। গ্র্যান্ডহোম ১২ রান করে রান-আউট হন। শেষ পর্যন্ত মাত্র ৪ উইকেট হারিয়ে ১৮.৪ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অ্যাডাম হোস।

২০ বলে অপরাজিত ২৮ রানের কার্যকারী ইনিংস খেলেন অ্যাডাম হোস। সিডনি থান্ডারের হয়ে নাথান ম্যাকঅ্যান্ড্রু সর্বাধিক ২টি এবং গুরিন্দর সান্ধু ১টি উইকেট তুলে নেন।

তিন ম্যাচে টানা তিন জয় নিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে অবস্থান করছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। অপরদিকে চার ম্যাচে এক জয় ও তিন হার নিয়ে সিডনি থান্ডার পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে রয়েছে।


অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম সিডনি থান্ডার এর স্কোরবোর্ড

সিডনি থান্ডার – ১৫০/৫ (২০.০)

অ্যাডিলেড স্ট্রাইকার্স – ১৫১/৪ (১৮.৪)

ফলাফল – অ্যাডিলেড স্ট্রাইকার্স ৬ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – ম্যাথু শর্ট



অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম সিডনি থান্ডার ম্যাচের একাদশ

অ্যাডিলেড স্ট্রাইকার্স পিটার সিডল (অধিনায়ক), হ্যারি নিলসন (উইকেট রক্ষক), জ্যাক ওয়েদারল্ড, ক্রিস লিন, ম্যাথু শর্ট, অ্যাডাম হোস, টমাস কেলি, রশিদ খান, কলিন ডি গ্র্যান্ডহোম, ওয়েস অ্যাগার এবং হেনরি থর্নটন।
সিডনি থান্ডার ক্রিস গ্রিন (অধিনায়ক), ম্যাথু গিলকেস (উইকেট রক্ষক), অ্যালেক্স হেলস, রাইলি রুশো, ড্যানিয়েল সামস, অলিভার ডেভিস, অ্যালেক্স রস, ব্রেন্ডন ডগেট, নাথান ম্যাকঅ্যান্ড্রু, গুরিন্দর সান্ধু এবং ফজলহক ফারুকী।
Exit mobile version