BJ Sports – Cricket Prediction, Live Score

অ্যাকশন শুধরে বোলিংয়ের ছাড়পত্র পেলেন পাকিস্তানি পেসার

Mohammad Hasnain, a young Pakistani fast bowler, used to create speed storms with the ball.

Mohammad Hasnain, a young Pakistani fast bowler, used to create speed storms with the ball.

বল হাতে গতির ঝড় তুলতে বেশ পটু পাকিস্তানের তরুণ পেসার মোহাম্মদ হাসনাইন। কিন্তু অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে খেলার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়ার জেরার্ড অ্যাবোড। অ্যাকশন পরীক্ষা করানো হলে জেরার্ডের সন্দেহ সত্যও প্রমাণিত হয়।

এরপর থেকেই অ্যাকশন শুধরানোর মিশনে নামেন ২২ বয়সী এই ক্রিকেটার। তাতে অবশ্য খুব দ্রুতই সফল হয়েছেন হাসনাইন। অ্যাকশন বদলে ফেলা ডানহাতি পেসারকে পুনরায় পরীক্ষা করানো হয় লাহোরে। যার রিপোর্টে হাসনাইনের কনুই ১৫ ডিগ্রীর বেশি বাঁকা হচ্ছে না বলে রায় দিয়েছে আইসিসি’র বিশেষজ্ঞ প্যানেল।

তবে নিষেধাজ্ঞার সময়ে ঘরোয়া ক্রিকেট খেলতে বাঁধা ছিল না হাসনাইনের। কিন্তু তিনি পিএসএল খেলতে পারেননি। এবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ছাড়পত্র পেলেন তিনি। গত জানুয়ারিতে অ্যাকশন নিয়ে নিষেধাজ্ঞায় পড়ে ফিরে এসেছেন, তবে লড়াইটা এখন নতুন অ্যাকশনে নিজেকে মেলে ধরার।

হাসনাইন তার অ্যাকশন নিয়ে কাজ করেছেন পাকিস্তানের ডেভেলপমেন্ট টিমের কোচ উমর রশিদের সঙ্গে। তার অধীনে অ্যাকশন শুধরে ২১ মে পরীক্ষা দিয়ে তা অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞদের কাছে পর্যবেক্ষণের জন্য পাঠানো হয়। এবার আর কোনো ত্রুটি পাওয়া যায়নি হাসনাইনের বোলিংয়ে।

এদিকে পাকিস্তানের হয়ে হাসনাইন সর্বশেষ ম্যাচ খেলেছেন, গত বছরের ডিসেম্বরে। ২০১৯ সালে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা হাসনাইন এখন পর্যন্ত ৮টি ওয়ানডে এবং ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে পাকিস্তানের জার্সিতে মোট ২৯ উইকেট শিকার করেছেন তিনি। তবে এই পেসারের সবচেয়ে শক্তিশালী দিক হলো বেশ ইকোনমিকাল বোলিং করেন তিনি।

Exit mobile version