শ্রীলংকা সফরে গিয়ে একের পর এক ইঞ্জুরির ধাক্কা খাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সবশেষ কাঁধের চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। তার জায়গায় ‘এ’ দলের দুই খেলোয়াড়কে ডেকে নিয়েছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।
সেই দুই ক্রিকেটার হলেন বাঁহাতি ব্যাটসম্যান ট্রাভিস হেড এবং এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া বাঁহাতি স্পিনার ম্যাথিউ কুহনেমান। অবশ্য একজনকে হারিয়ে দুজন খেলোয়াড় নেওয়ার কারণও আছে। স্টয়নিসের মতো একই সমস্যায় ভুগছেন অ্যাশ্টন অ্যাগার। তাকে নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
তাই মূলত স্টয়নিস ও অ্যাগারের জায়গা পূরণ করতেই হেড ও কুহনেমানকে দলে নেওয়া হয়েছে। এই দুজনই খেলেছেন শ্রীলংকা ‘এ’ দলের বিপক্ষে চলমান চারদিনের ম্যাচে। সেই ম্যাচের দ্বিতীয় দিন শেষেই তাদেরকে দলের জন্য ডেকে নেওয়া হয়েছে। ইতোমধ্যে দলের সঙ্গেও যোগ দিয়েছেন এই দুই ক্রিকেটার।
হাম্বানটোটায় চারদিনের ম্যাচটিতে প্রথম ইনিংসে ২৯ বলে ৩৯ রান করেছেন হেড। আর ১৪ ওভার বল করে ৪১ রান খরচায় ২ উইকেট নিয়েছেন কুহনেমান। তাদের জায়গায় অস্ট্রেলিয়া ‘এ’ দলের একাদশে ঢুকেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জিমি পিয়ারসন এবং লেগস্পিনার তানভীর সাঙ্গা।
এদিকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে ইতোমধ্যেই এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে পাল্লেকেলেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে ২ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। বাকি দুই ম্যাচের একটিতে জয় পেলেই ওয়ানডে সিরিজটাও জিতে নেবে অজিরা।