গেল কিছুদিন আগেও বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দাপুটে ক্রিকেট খেলেছে জিম্বাবুয়ে। জিতে নিয়েছে ওয়ানডে এবং টি–টোয়েন্টি সিরিজ। তবে এরপরেই যেন খেই হারিয়ে ফেলেছে দলটি। ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হার। এবার অস্ট্রেলিয়াস মাঠে গিয়েও পেল সিরিজ হারের তিক্ত স্বাদ।
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের দেওয়া ২০০ রানের সহজ লক্ষ্যটি ৫ উইকেট হাতে রেখেই তাড়া করে ফেলে অস্ট্রেলিয়া। এবার দ্বিতীয় ওয়ানডেতে এসে আরো নাজুক অবস্থা। অজিেদর বোলিং তোপের সামনে দাঁড়াতেই পারেননি জিম্বাবুইয়ান ব্যাটসম্যানরা। মাত্র ৯৬ রান তুলতেই সবকটি উইকেট হারিয়েছে তারা।
সেই লক্ষ্য তাড়া করতে নেমে হেসে খেলেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। আর তাতে বল খরচ করেছে মাত্র ৮৮টি। এই জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচ সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে যায় অজিরা। সেই সাথে সিরিজটাও নিশ্চিত করে ফেলে তারা। সফরকারীদের গুরুত্বপূর্ণ ৩টি উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন মিচেল স্টার্ক।
এদিকে সিরিজ হেরে যাওয়া এই দুটি ম্যাচে জয়ের সম্ভাবনা তো দূরের কথা, বরং এটুকুন প্রতিরোধও গড়তে পারেনি জিম্বাবুয়ে। সিকান্দার রাজাদের নিয়ে রীতিমত ছেলেখেলা করছে স্টার্করা। এবার সিরিজের শেষ ম্যাচেও থাকছে হোয়াইটওয়াশের শঙ্কা। শেষ ম্যাচটি জিতে সেই লজ্জা এড়াতে পারবে কি জিম্বাবুয়ে? কে জানে!