BJ Sports – Cricket Prediction, Live Score

অস্ট্রেলিয়াকে হারিয়ে জিম্বাবুয়ের নতুন ইতিহাস

সময়টা এখন যেন জিম্বাবুয়ের। অস্ট্রেলিয়ার মাটিতে রপকথার জন্ম দিল জিম্বাবুয়ে। এরপর থেকে বিশ্ব ক্রিকেটে তাদের বন্দনা চলছেই। এমনিতেই ক্রিকেট বিশ্বে অন্যতম পরাক্রমশালী দল অস্ট্রেলিয়া। এরপর যদি হয় তাদের ঘরের মাঠে, ক্রিকেট লড়াই তাহলে আর তাদের ঠেকায় কে?

তবে অবিশ্বাস্য হলেও সত্যি, সেই পূর্ণ শক্তির অস্ট্রেলিয়াকেই তাদের ঘরের মাঠে হারিয়ে দিল জিম্বাবুয়ে। ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অজিদের ৩ উইকেটে হারিয়েছে রেজিস চাকাভার দল। আগে যা পারেনি এবার জিম্বাবুয়ে তাই করে দেখালো ৷ এরপর থেকে প্রশংসায় ভাসছে টিম জিম্বাবুয়ে।

টাউন্সভিলে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং নেয় জিম্বাবুয়ে। রায়ান বার্লের ৫ উইকেট শিকারের সুবাদে স্বাগতিকদের মাত্র ১৪১ রানেই আটকে দেয় তারা। ১৪২ রানের লক্ষ্যটা ৩ উইকেট হাতে রেখেই টপকে যায় সফরকারীরা। আর তাতেই জিম্বাবুইয়ান ক্রিকেটে লেখা হয় নয়া ইতিহাস।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে এই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে জিম্বাবুয়ে। এর আগে অজিদের বিপক্ষে ১৫টি ম্যাচ খেললেও জয় তো দূরের কথা, ঠিকঠাক প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি সফরকারীরা। এবারই প্রথম জয়। আর সেই জয়টা এলো একেবারে দাপুটে ক্রিকেট খেলেই।

শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার মাটিতে যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে দীর্ঘ ২১ বছর পর জয়ের মুখ দেখলো জিম্বাবুয়ে। এদিকে এই ম্যাচ হেরে বড় ক্ষতিই হয়েছে অস্ট্রেলিয়ার। বিশ্বকাপ সুপার লিগে ১৫ ম্যাচ থেকে ৯০ পয়েন্ট নিয়ে তাদের বর্তমান অবস্থান ৭ নম্বরে। অপরদিকে এই ম্যাচ থেকেই গোটা ১০ পয়েন্ট অর্জন করে নিল জিম্বাবুয়ে।

সাধে কি আর বলে ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা!

Exit mobile version