BJ Sports – Cricket Prediction, Live Score

অশ্বিনকে উন্নতির পরামর্শ দিলেন সাঙ্গাকারা

Ashwin said that he wanted to continue his experiment in cricket.

Ashwin said that he wanted to continue his experiment in cricket.

কয়েকদিন আগে রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, ক্রিকেটে নিজের পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যেতে চান তিনি। সমালোচনা যতই হোক, এই পথ থেকে সরে না আসার কড়া বার্তা দিয়েছেন ভারতীয় তারকা। কিন্তু তার দল রাজস্থান রয়েলসের ক্রিকেট নির্দেশক কুমার সাঙ্গাকারার মতে, অশ্বিনের উচিৎ আরো বেশি অফ-স্পিন করা।

সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বল হাতে তেমন ভালো করতে পারেননি অশ্বিন। রাজস্থানের জার্সিতে ১৭ ম্যাচ খেলে উইকেট পেয়েছেন মাত্র ১২টি। স্বদেশী হরভজন সিংয়ের পর দ্বিতীয় অফ-স্পিনার হিসেবে আইপিএলে ১৫০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তবে অভিজ্ঞ অশ্বিনের কাছে আরো আগ্রাসী বোলিং প্রত্যাশা করেন সাঙ্গাকারা।

সাবেক লংকান কিংবদন্তি বলেছেন, ‘অশ্বিন আমাদের দলের হয়ে দুর্দান্ত ভূমিকা পালন করেছে। ও একজন সেরা মানের ক্রিকেটার। প্রচুর সাফল্য পেয়েছে। কিন্তু এখনও কয়েকটা জায়গায় ওর উন্নতি করার সুযোগ রয়েছে। সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করা দরকার। চাইব অশ্বিন আরো বেশি করে অফ-স্পিন বল করুক।’

আইপিএল ফাইনালে দলের জন্য অবদান রাখতে পারেননি অশ্বিন। ব্যাট হাতে মাত্র ৬ রান করার পর, বল হাতেও ব্যর্থ। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩ ওভার হাত ঘুরিয়ে ৩২ রান খরচ করলেও কোনো উইকেট পাননি। এদিন তার দলও জিততে পারেনি। ফলে দীর্ঘ ১৪ বছর পর আইপিএলের ফাইনাল খেলা রাজস্থানের দ্বিতীয় শিরোপা ঘরে তোলা হয়নি।

ব্যক্তিগত পারফরম্যান্সের পরিসংখ্যান দেখতে গেলে, এবারের আসরে অশ্বিনের সেরা বোলিংটা ছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। ম্যাচে ১৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছিলেন তিনি। গোটা টুর্নামেন্টে অশ্বিনের বোলিং নিয়ে হতাশ সাঙ্গাকারা। হয়তো সে কারণেই অভিজ্ঞ অশ্বিনকে বোলিংয়ের উপর নজর দিতে বলেছেন তিনি।

 

Exit mobile version