BJ Sports – Cricket Prediction, Live Score

অভিষেক টেস্টেই সেঞ্চুরি, জাকিরের প্রশংসায় পঞ্চমুখ দ্রাবিড়

অভিষেক টেস্টেই সেঞ্চুরি, জাকিরের প্রশংসায় পঞ্চমুখ দ্রাবিড়

চট্টগ্রাম টেস্টের শেষদিনে আর ২৮১ রান করলেই জয়ের বন্দরে নোঙর করবে টাইগাররা। অবশ্য জয়ের স্বপ্নটা বুনে দিয়ে গেছেন জাকির হাসান এবং নাজমুল হোসেন শান্ত। দুজনের জুটির পর আবার শতকের দেখা পেয়েছেন অভিষিক্ত জাকির। আর সেই শতকের সুবাদেই একাধিক রেকর্ডে নাম লিখিয়েছেন বাঁহাতি এই তরুণ ওপেনার।

অভিষেক টেস্টে শতক হাঁকিয়ে রীতিমতো প্রশংসায় ভাসছেন জাকির। টাইগার পাড়ায় তো বটে, প্রশংসা আসছে প্রতিপক্ষ শিবির থেকেও। চতুর্থ দিনের খেলা শেষে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে দেখা হয় জাকিরের। সেসময় টুকটাক কথাও বলেন দুজনে। আর সেখানেই জাকিরের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন দ্রাবিড়। গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন জাকির নিজেই।

এদিন শতক হাঁকানোর পর সংবাদ সম্মলনে আসেন জাকির। সেখানেই জানান, ভারতীয় কোচের কাছ থেকে প্রশংসা পাওয়ার বিষয়টি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টাইগার ওপেনার বলেন, ” স্যার (দ্রাবিড়) বলেছেন, খুব ভালো ব্যাটিং করেছো। আর অভিনন্দন জানিয়েছেন। ” অবশ্য দ্রাবিড়ের মতো কিংবদন্তির প্রশংসা পাওয়াটা তরুণ টাইগারের ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব রাখবে।

শুধু ভারতীয় কোচ নয়, দলটির ক্রিকেটারদের কাছ থেকে অভিনন্দন পেয়েছেন জাকির। তিন অঙ্ক স্পর্শ করা মাত্রই হাততালি দেন বিরাট কোহলি। আধুনিক সময়ের সেরা ব্যাটসম্যানের প্রতি সেসময় ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাকির। মাঠের সেই বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে জাকির বলেন, ” উনি (কোহলি) অভিনন্দন জানিয়েছেন। আমিও ধন্যবাদ দিয়েছি। “

এদিকে অভিষেক টেস্টে শতক হাঁকানোর মধ্যে চতুর্থ বাংলাদেশি ব্যাটসম্যান জাকির। অবশ্য ওপেনারদের মধ্যে প্রথমবারের মতো এই কীর্তি গড়েছেন বাঁহাতি তরুণ। এছাড়া টেস্ট ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টের চতুর্থ ইনিংসে শতক হাঁকিয়েছেন জাকির। এর আগে ১৯৭৫ সালে পাকিস্তানের বিপক্ষে এই কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান লেন বাইচান।

Exit mobile version