স্ত্রী নির্যাতনের মামলার পর গা ঢাকা দিয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আল আমিন হোসেন। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েও সম্ভব হয়নি গ্রেফতার করা।
গত বৃহস্পতিবার মিরপুর মডেল থানায় আল আমিনের স্ত্রী ২০ লাখ টাকা যৌতুকের দাবি এবং শারীরিক নির্যাতনের একটি মামলা করেন আল আমিনের বিরুদ্ধে। শুক্রবার মামলা নথিভুক্ত হওয়ার পর থেকে আর পাওয়া যায়নি আল আমিনের খোঁজ।
আল আমিনকে গ্রেফতার করতে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। কিন্তু ফিরতে হয় খালি হাতে। গুঞ্জন আছে, আল আমিন দ্বিতীয় বিয়ে করেছেন। কথিত সেই স্ত্রীর বাসায় গিয়েও পাওয়া যায়নি তাকে। যদিও কাবিন নামা পুলিশের হাতে না আসা পর্যন্ত বিয়ের ব্যাপারটি স্পষ্ট নয়।
মামলার পর থেকে মুঠোফোনেও পাওয়া যাচ্ছে না আল আমিনকে। ফোন বন্ধ থাকার কারনে পুলিশ তার লোকেশন ট্র্যাক করতেও ব্যর্থ হয়েছে। তবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে আল আমিনের অবস্থান শনাক্ত করতে কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, সন্তানদের বাবার অধিকার নিশ্চিত করার জন্য রাজধানীর বিসিবি ভবনের সামনে সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধনও করেছেন আল আমিনের স্ত্রী ইসরাত জাহান। গণমাধ্যমকে তিনি জানান,”দুই বছর যাবত আমার বাচ্চারা তাদের বাবাকে পাচ্ছে না। আমি চাই আমার বাচ্চারা তাদের বাবাকে পাক। মা-বাবা নিয়ে আমার সন্তানরা বড় হোক। “