কয়েকদিন আগে ব্যতিক্রমী এক রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক এউইন মরগান। নেদারল্যান্ডসের বিপক্ষে তার দল যখন রেকর্ড গড়তে ব্যস্ত, তখন ব্যাট হাতে নিশ্চুপ মরগান। প্রথম দুই ম্যাচেই শূন্য রানে আউট হয়েছে, তৃতীয় ম্যাচে নামা হয়নি চোট সমস্যায়। ফলে ইতিহাসের প্রথম বিজয়ী অধিনায়ক হিসেবে শূন্য রানে সিরিজ শেষ করেছেন মরগান।
এখন শোনা যাচ্ছে, অবসরের কথা ভাবছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক। ২০১৯ বিশ্বকাপ জয়ের পর থেকেই ফর্মে নেই মরগান। ফলে সর্বশেষ আইপিএলেও দল পাননি। আছে চোট সমস্যাও। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে না নামা শেষ ম্যাচে চোট সমস্যা ছিল কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইংলিশ গণমাধ্যমগুলো। দ্য গার্ডিয়ান বলছে, তাদের বিভিন্ন সূত্র জানিয়েছে, অবসরের চিন্তাভাবনা করছেন মরগান।
তবে মরগানের সাম্প্রতিক চোটের কারণে প্রশ্ন উঠেছে অন্য কারণে। গত সপ্তাহে কুঁচকির চোটের কারণে শেষ ম্যাচে খেলেননি। অথচ শনিবার একটি কর্পোরেট ম্যাচে খেলেছেন তিনি। কুঁচকির চোট এতো দ্রুত সেরে ওঠা সম্ভব কি না, এমন আলোচনা শুরু হওয়ার পর মঙ্গলবার একটি দাতব্য ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মরগান।
মরগান অবসর নিলেও সেটা দুই সংস্করণ নাকি শুধু ওয়ানডে থেকে, তা নিয়েও থাকছে কৌতূহল। কারণ, এই বছরই অস্ট্রেলিয়ার মাঠে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী বছর ভারতে আছে ওয়ানডে বিশ্বকাপ। তবে মরগান অবসর নেওয়া মাত্রই অধিনায়কের অপশন হাতে আছে ইংল্যান্ডের। ২০১৫ সাল থেকে ইংলিশদের সহ অধিনায়ক জস বাটলার। ইতোমধ্যে ১৩ ম্যাচে নেতৃত্বও দিয়েছেন তিনি।
ছয় মাসের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে দলের নিয়মিত অধিনায়কের বিদায় নেওয়াটা দলের মধ্যে প্রভাব ফেলতে পারে বলে ধারণা। যদিও ব্যাটিংয়ে মরগানের জায়গা নেওয়ার মতো বিকল্প ব্যাটসম্যানের সংখ্যা অনেক। সাম্প্রতিক সময়ে ব্যাটটাও কথা বলছে না মরগানের।
ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে সর্বশেষ ২৮ ম্যাচে মাত্র দুই বার অর্ধশতক করেছেন মরগান। তবে ইংলিশ অধিনায়কের বিদায় নেওয়ার চিন্তার কারণ হতে পারে, চোট সমস্যা। নেদারল্যান্ডস সফরের আগেই স্কাই স্পোর্টসকে মরগান বলেছেন, ‘আমার যদি মনে হয় আমি যথেষ্ট ভালো নই এবং দলে স্বস্তি পাচ্ছি না, তাহলে আমি বিদায় বলে দেব।’ তবে অপেক্ষা করতে হচ্ছে, আনুষ্ঠানিক কোনো ঘোষণার।