গেল কয়েকদিনে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিষয়, টি–টোয়েন্টি বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ রিয়াদের থাকা না থাকা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বুধবার অভিজ্ঞ এই ক্রিকেটারকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এখন নতুন আলোচনা, টি–টোয়েন্টিতে রিয়াদের ক্যারিয়ারের কি ফুলস্টপ পড়ে গেল ?
এই আলোচনা এলেবারেই উড়িয়ে দেওয়ার নয়। কারণ, বাংলাদেশ দলের নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের পরিকল্পনায় নেই রিয়াদ। তবে সম্প্রতি অফ ফর্মে থাকা ৩৬ বছর বয়সী রিয়াদকে আসন্ন ত্রিদেশীয় সিরিজে মাঠ থেকে বিদায় নেওয়ার প্রস্তাব দিয়েছে বিসিবি। ক্রিকবাজকে এমনটাই জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা।
তবে তাতে রাজি হননি রিয়াদ। এমনকি বোর্ডের সেই প্রস্তাবে এই অলরাউন্ডার জানিয়ে দিলেন, এই ফরম্যাটে আরো দুবছর খেলতে চান তিনি। এর আগে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে বিদায় নিলেও, রিয়াদের বেলায় মাঠ থেকে বিদায় দেওয়ার আগ্রহ দেখালো বিসিবি।
ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবির সেই কর্মকর্তা বলেন ” রিয়াদ অবসর নিতে রাজি হননি। জানিয়েছেন, অবসরের জন্য তিনি প্রস্তুত নন। বরং আরো দুই বছর খেলতে চান। তাই জাতীয় দলে ফেরার চেষ্টা করবেন “।
এদিকে রিয়াদকে ছাড়া বিশ্বকাপের টি টোয়েন্টি দল ঘোষনার পর দেশের ক্রিকেটে এখন তিনিই আলোচনার কেন্দ্রবিন্দুতে। ব্যাপারটি নিয়ে রিয়াদ মুখ না খুললেও রিয়াদের স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগরে দেন। ফেসবুক স্ট্যাটাসে কারো নাম উল্লেখ না করে লিখেন ” এই দেশে যোগ্য লোকদের মূল্যায়ন করা হয়না “।