এবারের এশিয়া কাপ ব্যর্থতা দেশের ক্রিকেটে একটা আলোড়নই তুলেছে। টিম বাংলাদেশের সামালোচনায় মুখর বাংলাদেশের ক্রিকেট ভক্তদের বড় একটা অংশ। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্রিকেটারদের মুন্ডুপাত করছেন। লিটন দাস এবং সোহানের ইনজুরির কারনে এবার এশিয়া কাপে দলের হয়ে উইকেট কিপিং করেন মুশফিকুর রহিম।
কিন্ত দলের প্রত্যাশা মিটাতে পারেননি তিনি। ব্যাট হাতে যেমন ছিলেন ব্যর্থ তেমনি ক্যাচ মিস করে ক্রিকেট ভক্তদের অনেকের কাছেই নায়ক থেকে খলনায়ক বনে যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে চলে আলোচনা সমালোচনা।
এর মধ্যেই গত ৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসরের ঘোষনা দেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক । নিজের ফেসবুক পেজ থেকে স্ট্যাটাস দিয়ে তিনি তার অবসরের কথা জানান।
এতে দেশের ক্রিকেটে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই যেমন তার এই অবসরকে স্বাগত জানিয়েছে তেমনি ভক্তদের অনেকে ভেঙেও পড়েন । আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে মুশফিকের ফিরে আসার জন্য ভক্তদের অনেকেই এবার অনশনে নেমেছে। মিরপুর স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে প্রতীকী অনশন পালন করেন ক্রিকেটপ্রেমিরা।
অনশনের আয়োজক সাজেদুর রহমান নামের এক ভক্ত বিশ্বাস করেন মুশফিক এখনও ভালো করতে সক্ষম। সামনে বিশ্বকাপ থাকায় এখন তার এই সিদ্ধান্ত নেওয়া যথাযথ নয় বলেও মনে করেন তিনি। মুশফিকের ,অবসরের বিষয়ে তার এই ভক্ত বলেন ” মুশফিক খুবই আবেগপ্রবণ মানুষ। হয়তো সে কারণেই সমালোচনার মুখে অবসরের ঘোষনা দিয়েছেন। সামনে টি–টোয়েন্টি বিশকাপ। অবসর যদি নিতেই হয়, তাহলে বিশ্বকাপ খেলে মাঠ থেকে বিদায় নেওয়া উচিৎ।“
মুশফিকের আরেক ভক্ত বলেন,” আমরা সবাই মুশফিককে ভালোবেসে অনশন করছি। যারা এসেছেন, তারা সবাই মুশফিককে ভালোবাসেন।“
তবে এ ব্যাপারে এখনও কিছুই জানান নি মুশফিক। এখনো তিনি তার অবসরের সিদ্ধান্তে অটল। টি টোয়েন্টি থেকে অবসর নিলেও মুশফিক টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তার স্ট্যাটাসে। এবার দেখার পালা ভক্তদের ডাকে সাড়া দিয়ে বিশ্বকাপের আসরে তাকে আবারো টি টোয়েন্টি ক্রিকেটে দেখা যায় কিনা।