আয়ারল্যান্ডের ক্রিকেটে আরেক নক্ষত্র নিভে গেল৷ কেভিন ও’ব্রায়েন ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, প্রায় একবছর হতে চলল। এবার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন আয়ারল্যান্ডের এই তারকা অলরাউন্ডার। ৩৮ বছর বয়সী কিংবদন্তি ও’ব্রায়েনের অবসরের বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।
তবে ও’ব্রায়েনের ইচ্ছা ছিল, অস্ট্রেলিয়ার মাটিতে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই অবসরে যাবেন। কিন্তু গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই আইরিশ দলে ব্রাত্য তিনি। অভিজ্ঞ অলরাউন্ডারের কথা আর ভাবছেন না টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা। একারণেই অনেকটা অভিমানে অবসরের সিদ্ধান্ত নেন ও’ব্রায়েন।
আইরিশদের জার্সি গায়ে ২০০৬ সালে প্রথমবারের মতো মাঠে নামেন ও’ব্রায়েন। আইসিসি সহযোগী দেশ থেকে টেস্ট খেলুড়ে দেশে পরিণত হতে, ও’ব্রায়েনের হাত ধরেই হেঁটেছে আইরিশরা। আয়ারল্যান্ডের হয়ে ওয়ানডেতে চতুর্থ এবং টি-টোয়েন্টিতে প্রথম অধিনায়কও এই কিংবদন্তি অলরাউন্ডার।
আয়ারল্যান্ডের জার্সিতে বর্ণাঢ্য ক্যারিয়ারে নানান কীর্তি রয়েছে ও’ব্রায়েনের। বল হাতে ওয়ানডেতে দেশটির সর্বোচ্চ ১১৪ উইকেট শিকারি তিনি। ২০১১ সালের বিশ্বকাপে করেছেন দ্রুততম (৫০ বলে) সেঞ্চুরি। ও’ব্রায়েনের মারকাটারি সেই ১১৩ রানের ইনিংসটার উপর ভর করেই বিশ্বকাপে জয় পেয়েছিল আয়ারল্যান্ড।
দেশের জার্সিতে টি-টোয়েন্টিতেও বেশ সফল ও’ব্রায়েন। ব্যাট হাতে ১৯৭৩ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৫৮ উইকেট। তবে শেষের দিকে টেস্ট মর্যাদা পেয়ে সাদা পোশাকে খেলেছেন মাত্র ৪ ম্যাচ। যেখানে তার রান ২৫৮। এছাড়া তিন ফরম্যাট মিলিয়ে ও’ব্রায়েনের ব্যাটে রয়েছে ৪টি সেঞ্চুরি এবং ২৪টি হাফ-সেঞ্চুরি।
আয়ারল্যান্ড ক্রিকেটে দু হাত উজাড় করে দিয়েছেন। তবে শেষ বেলায় ২০২২ বিশ্বকাপ খেলার ইচ্ছেটা অপূর্ণই থেকে গেল এই অলরাউন্ডারের৷ তাতে কি? ক্রিকেটে তার অর্জনের জন্যই আইরিশরা তাকে মনে রাখবে।