সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চার হাত এক হলো রাহুল – আথিয়া জুটির। দীর্ঘদিনের প্রণয় পূর্ণতা পেল সোমবার। আনুষ্ঠানিকভাবে সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেটার এবং বলিউড অভিনেত্রী । আথিয়ার বাবা বলিউড অভিনেতা সুনীল শেঠির খান্ডালার বাড়িতে পরিবার এবং কাছের মানুষের উপস্থিতিতে শুভ কাজ সম্পন্ন করলেন রাহুল এবং আথিয়া। দক্ষিনিমতেই বিয়ে সম্পন্ন হলো তাদের।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আথিয়া শেঠি এখন থেকে মিসেস রাহুল। বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি শেয়ার করেন দুজনে। সেখানে আথিয়ার পরণে দেখা যায় সাদা সুতো আর মুক্তোর কাজ করা হালকা গোলাপি রঙের ল্যাহেঙ্গা। সঙ্গে কুন্দনের নকশা কাটা জড়োয়া সেট এবং কপালে ছোট টিপ। রাহুলের পরণে দেখা যায় সাদা শেরওয়ানি এবং গলায় স্টোনের পাঁচ নড়ি হার। দু’জনের গলায় বেলি ফুলের মালা। ছবিতে ভালোবাসার মানুষটির হাত শক্ত করে ধরে থাকরে দেখা যায় রাহুলকে। কখনও আবার সদ্য বিবাহিত বউয়ের হাতে আলতো করে চুমু খেতেও দেখা যায় এই ক্রিকেট তারকাকে।
দীর্ঘদিনের সম্পর্ক পূর্ণতা পাওয়ার পর এক আবেগঘন পোস্ট করেন আথিয়া শেঠি। রাহুলের উদ্দেশ্যে তিনি লেখেন, ” তোমার আলোয় আমি ভালোবাসতে লিখেছি। আজ আমাদের ভালোবাসার মানুষদের মাঝে, বাড়িতে খুবই আনন্দ ও শান্তির মাঝে আমরা বিয়ে করলাম। আমাদের এই নতুন জার্নিতে আপনাদের আশীর্বাদ আমাদের পাথেয়। ”
মেয়ের বিয়ের পর পরই মিষ্টি বিতরন করতে দেখা যায় সদ্য শ্বশুর হওয়া আথিয়ার বাবা সুনীল শেঠিকে। তবে তার দাবি তিনি শ্বশুর হননি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীল জানান, ” শ্বশুরের ভূমিকাটা আমার কাছে নতুন হবে না। কারণ, জামাই নয়, আরও একটা ছেলে পেয়েছি আমি। ” বিয়ের জন্য বিসিসিআই থেকে আগেই ছুটি নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট তারকা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে পারেননি। সামনে আইপিএল। আর আইপিএলের পরেই বিয়ের গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠিত হবে বলে জানান সুনীল শেঠি।
সিরিজ থাকার কারণে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ভারতীয় ক্রিকেটাদের মধ্যে অনেকে। বিরট কোহলি, রোহিত শর্মারা দলের সঙ্গে থাকার কারণে সতীর্থ রাহুলের বিয়ের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন না। তবে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে ভুলেননি বিরাট কোহলি থেকে শুরু করে যুবরাজ সিং, সূর্য কুমার যাদবরা। উল্লেখ্য, বলিউড পাড়ার সঙ্গে ক্রিকেট পাড়ার এই মধুর সম্পর্ক নতুন নয়। ভারতের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলিও এর আগে সাত পাকে বাঁধা পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে।