সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর বাংলাদেশ অধ্যায় শেষ হলো। দলের প্রধান কোচের পদে আর থাকছেন না তিনি। বিসিবি সূত্রে জানা যায়, ডমিঙ্গো নিজেই পদত্যাগ করেছেন কোচের পদ থেকে। এরপর থেকেই সংবাদ শিরোনামে ডমিঙ্গো।
কিছুদিন আগেই বিসিবি থেকে জানানো হয়েছিল তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। বিসিবি থেকে বলা হয়েছিল, ” আমরা একটি পরিকল্পনা নয়ে এগোচ্ছি, স্বল্পমেয়াদী নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। তিন চার বছরের পরিকল্পনা। এটার জন্য যদি পরিবর্তন দরকার হয়, তাহলে পরিবর্তন আসবে। ”
এবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস নিশ্চিত করেছেন ডমিঙ্গোর পদত্যাগের বিষয়টি। ডমিঙ্গো ইমেইলের মাধ্যমে তার পদত্যাগের কথা জানিয়েছেন। জালাল ইউনুস বলেন, ” ডোমিঙ্গো পদত্যাগ করেছে। কাল রাতেই তিনি আমাদের মেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। “
বেশ কিছু দিন ধরেই গুঞ্জন চলছিল ডমিঙ্গোকে প্রধান কোচের পদে আর রাখা হবে না। তার পরিবর্তে অন্য কোচ খোঁজা শুরু করে দিয়েছে বিসিবি । ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের পরেই নতুন কোচ নিয়োগ করা হবে। এমনকি জানা যায়, ডমিঙ্গোর পরিবর্তে দলের নতুন কোচের দায়িত্ব পালন করতে পারেন টাইগারদের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরাসিংহ। তবে তার আগেই পদত্যাগ করলেন ডোমিঙ্গো।
এদিকে ইংল্যান্ড সিরিজের আগে নতুন কোচ নিয়োগ নিয়ে জালাল ইউনুস বলেন, ” ডমিঙ্গো অধ্যায় শেষ হয়ে গেলো।নতুন কোচ নিয়ে আলাপ আলোচনা চলছে, অবশ্যই ইংল্যান্ড সিরিজের আগে নতুন কোচ দেখতে পাবেন। আমাদের যাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে হয়তো দেখা যাবে তাদের মধ্যেই একজন আমাদের দায়িত্ব নেবে। কিছুটা সময় হয়ত লাগবে তবে, নামটা চূড়ান্ত না হওয়ার আগে আসলে বলতে চাচ্ছি না। নিশ্চিত হলে আমরা জানিয়ে দেব। আশা করব নতুন কোচের অধীনে টিম ভালো করবে “।
ডমিঙ্গোর অধীনে বাংলাদেশ মোট ২২ টি টেস্ট ম্যাচ খেলেছে। এরমধ্যে জিতেছে ৩ টি, হেরেছে ১৭ টি এবং ড্র করেছে ২ টি টেস্ট। তবে টেস্টের তুলনায় ওয়ানডেতে সফল ছিলেন ডমিঙ্গো।তার অধীনে মোট ৩০ টি ওয়ানডে খেলেছে টিম বাংলাদেশ। এরমধ্যে ২১ ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ, বাকি ৯ টি ম্যাচ হেরেছে। অন্যদিকে ডমিঙ্গোর অধীনে ৪৬ টি টি টোয়েন্টি খেলেছে টাইগাররা। এরমধ্যে জিতেছে ১৯ টিতে এবং হেরেছে ২৬ ম্যাচে।বাকি ১ টি ম্যাচে ফলাফল হয়নি। দেখা যাক ডমিঙ্গো অধ্যায় শেষে নতুন কোচের অধীনে কেমন করে বাংলাদেশ।
উল্লেখ্য, ২০১৯ সালের আগস্টে দুই বছরের জন্য বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন ডোমিঙ্গো। ২০২১ সালে এই চুক্তি বাড়িয়ে আগামী ২০২৩ সালে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু তার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ডমিঙ্গো।