পুনরায় করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আর তাই ১ জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচটিতে রোহিত না খেলার সম্ভাবনা বেশি। অনিশ্চয়তা যদি বাস্তবে রূপ নেয়, তাহলে রোহিতের বদলে ভারতকে নেতৃত্ব দেবেন ডানহাতি পেসার জসপ্রিত বুমরাহ।
গতবছরের পাঁচ টেস্ট সিরিজের বাকি থাকা শেষ ম্যাচটিই মূলত এবার এজবাস্টনে খেলতে যাচ্ছে ভারত এবং ইংল্যান্ড। তবে এখনো আশা ছাড়ছে না ভারতীয় দল। ম্যাচের আগেরদিনও রোহিতের সুস্থ হওয়ার অপেক্ষায় রয়েছে তারা। এদিকে গেল সপ্তাহে লেস্টারে প্রস্তুতি ম্যাচের সময় করোনা পজিটিভ হন রোহিত।
বুধবারের পরীক্ষায়ও নেগেটিভ হতে পারেননি তিনি।ম্যাচে নামতে হলে ফিটনেস টেস্টও দিতে হবে রোহিতকে। সেখানে পাশ মার্ক পেলে তবেই নামতে পারবেন মাঠে। অন্যথায় বেন স্টোকসের সঙ্গে টস করতে নামতে দেখা যাবে বুমরাহকে।
পেসার হিসেবে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ঘটনা প্রায়শই দেখা মেলে না। সর্বশেষ ১৯৮৭ সালে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন কিংবদন্তি পেসার কপিল দেব। তার ৩৫ বছর পর এসে এবার সময়ের অন্যতম সেরা পেসার বুমরাহর অধীনে টেস্ট খেলার সন্নিকটে ভারত। এ ম্যাচে নেতৃত্ব দেওয়ার জন্য রবিচন্দ্রন অশ্বিন এবং ঋষভ পন্থের নাম আলোচনা হলেও, শেষ পর্যন্ত টিকলেন বুমরাহ।