বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম কিংবদন্তি ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। টিম বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন বেশ কয়েক বছর আগেই। কিন্তু এখনো ঘরোয়া লিগে খেলে যাচ্ছেন, বাইশ গজের ভালোবাসায়। ক্রিকেট প্রশাসক হিসেবে মাশরাফি কেমন হবেন? খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চান, মাশরাফি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসুক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির মতে, মাশরাফির মতো মানুষ বোর্ডে আসলে ক্রিকেটের উন্নয়ন হবে। এমনকি তিনি নিজেই নড়াইল এক্সপ্রেসকে বিসিবিতে আসার আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান সম্প্রতি এক সাক্ষাতকারে। অবশ্য বর্তমান বোর্ড সভাপতি এটাও চিন্তা করছেন, মাশরাফি এখন কোন জায়গায় আসতে পারেন! কারণ, তিনি এখন রাজনীতির মাঠে ব্যস্ত।
সম্প্রতি বিসিবির প্রশাসনিক কার্যক্রম নিয়ে মুখ খুলেছেন মাশরাফি সাকিব আল হাসানরা। এমন সময়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে পাপন বলেন, ” ক্রিকেট ক্যারিয়ারে মাশরাফি দারুন একজন ক্রিকেটার। আমরা মাশরাফিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চাই। সে আসলে ক্রিকেটের উন্নয়ন হবে। কিন্তু তার সময় আছে কি না, সেটাও ভাবতে হবে। তিনি এখন সম্মানিত সংসদ সদস্য, রাজনীতি নিয়ে ব্যস্ত। খেলার জন্য তাকে কম সময়েই কাছে পাবো আমরা। চাইলেই তাকে একটি দায়িত্ব দিয়ে দিতে পারি না। নতুন কেউ বিসিবিতে এলে তাকে প্রচুর সময় দিতে হবে এটাও ভাবতে হবে “।
অবশ্য এর আগে মাশরাফিও বোর্ডে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। লাল – সবুজের জার্সি তুলে রাখার পর গণমাধ্যমে সাবেক এই অধিনায়ক জানান, বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে তিনি আগ্রহী। অবশ্য তা কোন পদে কাজ করার ইচ্ছা আছে বা বোর্ড সভাপতি হতে চান কি না, সে বিষয়ে কিছু জানানি মাশরাফি। এবার পাপনের কথায়, ২০২১ সালের সেই বিষয়টিও উঠে আসছে ফের।
অবশ্য বোর্ডের দায়িত্ব নিতে চাইলে আরো একটি হিসাব চুকিয়ে আসতে হবে মাশরাফিকে। নিয়মানুযায়ী প্রশাসনিক দায়িত্বে থাকলে, কেউ আর মাঠের খেলায় অংশগ্রহণ করতে পারেন না। সেক্ষেত্রে বোর্ডের দায়িত্বে আসার আগে মাশরাফিকে ছাড়তে হবে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) সহ সবধরণের ঘরোয়া টুর্নামেন্ট। যেখানে তিনি এখনো খেলছেন।
পাপনের প্রস্তাবের ব্যাপারে এখনো অবশ্য কোন প্রতিক্রিয়া জানাননি মাশরাফি। বর্তমানে তিনি বিপিএল নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এবার বিপিএলে মাশরাফি সিলেটের অধিনায়ক। তার নেতৃত্বে ৩ টি ম্যাচেই জয় পেয়েছে তার দল। তার কাধে চড়েই এবার বিপিএলে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে সিলেট।