সম্প্রতি পরকীয়ার অভিযোগে জনসম্মুখে প্রেমিকার হাতে মার খায় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। পরিবারের সঙ্গে কুইন্সল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে ঘটে এই অপ্রীতিকর এই ঘটনা। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হতেই ভাইরাল হয় ঝড়ের গতিতে। আর এই অপ্রীতিকর ঘটনার জন্য এবার বাতিল হতে পারে ক্লার্কের চুক্তি। অন্যদিকে ঘটনার দায়ভার কাধে নিয়ে ক্ষমা চেয়েছেন সাবেক অস্ট্রেলিয়ার অধিনায়ক।
সম্প্রতি সাবেক প্রেমিকার সঙ্গে ক্লার্কের পরকীয়ার অভিযোগ এনে তার বর্তমান প্রেমিকা ইয়ারব্রো জনসম্মুখে তাকে চড় মারেন। শুধু চড়ই নয়, সঙ্গে তিনি বলতে থাকেন, ” তুমি তাকে ( ক্লার্কের সাবেক প্রেমিকা ) তোমার সঙ্গে ভারত নিয়ে যেতে চাও? ‘ তুমি আমার ভালোবাসা পিপ। আমার সঙ্গে ভারতে চলো। ‘ – তোমার এই টেক্সটগুলো আমি দেখেছি “।
আগামী মাসেই ভারত সফরে আসতে চলেছে অস্ট্রেলিয়া। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বর্ডার – গাভাস্কার ট্রফিতে ধারাভাষ্য দেওয়ার কথা রয়েছে ক্লার্কের। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমিকার হাতে মার খাওয়ায় তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাছাড়া তার বর্তমান প্রেমিকা ইয়ারব্রোর ভাইয়ের সঙ্গেও ঝামেলায় জড়ান ক্লার্ক। ইয়ারব্রোর ভাই স্টেফানোভিচ অস্ট্রেলিয়ার একজন জনপ্রিয় টেলিভিশন সঞ্চালক।
ইয়ারব্রো ভাই স্টেফানোভিচের কাছে ক্লার্কের পরকিয়ার সব প্রমাণ আছে দাবি করেন ইয়ারব্রো। ইয়ারব্রো এবং ক্লার্কের মধ্যে কথা কাটাকাটি চলাকালীন স্টেফানোভিচ থামানোর চেষ্টা করেন। তখন ক্লার্ক অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। কিল, ঘুষি মারতে থাকেন স্টেফানোভিচকে। পরবর্তীতে আশেপাশের মানুষ এসে সামাল দেওয়ার চেষ্টা করেন। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্লার্কের চুক্তি এখন কাঠগড়ায়। এসব মিলিয়ে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজে তার না থাকার শঙ্কা তৈরি হয়েছে। বাতিল হতে পারে ক্লার্কের সাথে চুক্তিও।
প্রেমিকার সঙ্গে ঘটে যাওয়া এই অপ্রীতিকর ঘটনা নিয়ে মুখ খুলেছেন ক্লার্ক নিজে। নিজের ভুলের জন্য অনুশোচনাও প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী এই সাবেক অধিনায়ক। তিনি বলেন, ” সবার জীবনেই সমস্যা আছে।কথা কাটাকাটির সময় যে আচরণ করেছি, সেটা একদমই ঠিক হয়নি। তার জন্য এখন অনুশোচনা হচ্ছে। এর সম্পূর্ণ দায়ভার আমার ।এমনটা আমি না করলেও পারতাম। ভুলটা আসলে আমারই ছিল। সবার কাছে ক্ষমা চাই । কারো জন্যই এটা ভালো উদাহরণ নয়। ” উল্লেখ্য, ২০১৫ সালে ক্লার্কের নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া।